AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পোশাক শ্রমিক আন্দোলন

নিখোঁজ সেই জোৎস্নাকে নিজ বাসা থেকে উদ্ধার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৪ এএম, ২ নভেম্বর, ২০২৩
নিখোঁজ সেই জোৎস্নাকে নিজ বাসা থেকে উদ্ধার

শ্রমিক আন্দোলনে নিখোঁজ দাবি করা জোৎস্না বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (১ নভেম্বর) রাতে মিরপুর কালশী রোড সংলগ্ন রহমত ক্যাম্পের নিজ বাসায় তার সন্ধান পায় র‍্যাব।

মঙ্গলবার কর্মস্থলে সংঘর্ষের ঘটনায় তিনি গুরুত্ব আহত হন। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। ঘটনার পর থেকে জ্যোৎস্না বেগমকে গুম করা হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

র‍্যাব বলছে, এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল।

বেতন বৃদ্ধির দাবিতে বুধবারও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এসময় তারা দাবি করেন, তাদের দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ জানায় যে এটি গুজব।

বুধবার সকাল থেকেই মিরপুর ১, ২, ৭, ১০, ১৩ ও ১৪ নম্বর গোলচত্বরে অবস্থান নেন হাজার হাজার পোশাক শ্রমিক। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এমনকি যারাই মোবাইল ফোন সেটে ছবি তোলা ও ভিডিও করার চেষ্টা করেছেন তাদেরকেই মারধর করেছে শ্রমিকরা।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়েও পারেননি। শ্রমিকদের বিক্ষোভের মুখে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।

এদিকে শ্রমিক বিক্ষোভে মঙ্গলবারের মতোই বুধবারও গোটা মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বন্ধ করে দেয়া হয় সংশ্লিষ্ট এলাকার দোকানপাট।


একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!