AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে হাবের চিঠি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২০ পিএম, ৫ নভেম্বর, ২০২৩
হজের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে হাবের চিঠি

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজের ঘোষিত প্যাকেজের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছে।

 

রোববার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী বরাবর এ চিঠি দেওয়া হয়।

 

চিটিতে বলা হয়, আপনার সরাসরি দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে এবং বিগত বছরগুলোতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সৌদি সরকারের কাছেও প্রশংসিত হয়েছে।

 

চিঠিতে আগামী বছরের জন্য হজের বিমান ভাড়া ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে হাব বলেছে, নির্ধারিত ভাড়া বিগত বছর থেকে ২ হাজার ৯৯৭ টাকা কম হলেও, বিভিন্ন বিষয়াদি বিবেচনায় আরও কমানো সম্ভব। যেহেতু বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই তাদের একক কর্তৃত্বে ভাড়া নির্ধারণ যথাযথ হয়নি বলে হাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ মনে করে।

 

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে এয়ারলাইন্সগুলো প্রায় ৭৫ হাজার টাকায় ঢাকা-জেদ্দা-ঢাকা রিটার্ন টিকেট বিক্রি করছে এবং প্রায় ২০ শতাংশ আসন খালি রেখে ফ্লাইট পরিচালনা করছে। তবে হজের সময় প্রায় শতভাগ যাত্রী নিয়ে ফ্লাইট গমন করে। এছাড়া খালি ফিরতি ফ্লাইটের পরিচালনা ব্যয়ও কম মন্তব্য করে বলা হয়েছে। এছাড়া সাধারণ ফ্লাইটের বিপণন ও সিস্টেম পরিচালনায় অতিরিক্ত ব্যয় করতে হয়, যা হজের ফ্লাইটে করতে হয় না। সে হিসাবে, হজ ফ্লাইটের সর্বোচ্চ বিমান ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা হতে পারতো বলে দাবি করেছে হাব।

 

বর্তমান প্রেক্ষিত বিবেচনায় একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনঃনির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছে অ্যাসোসিয়েশেন।

 

হজ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আপনার নেয়া সব পদক্ষেপ এরই মধ্যে সর্বমহলে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে প্রশংসিত ও সমাদৃত হয়েছে। হজযাত্রীদের পুলিশ ক্লিয়ারেন্স প্রথা বাতিল, আধুনিক ই-হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্নকরণ, আশকোনা হজ ক্যাম্প সংস্কার ও বর্ধিত করাসহ হজযাত্রীদের ভোগান্তি নিরসনে ইতিবাচক পরিবর্তনের জন্য আপনি অসামান্য ভূমিকা রেখেছেন। এটি হজ ব্যবস্থাপনার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

 

এরআগে, ২ নভেম্বর সচিবালয়ে ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। তিনি জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি কোটা ১০ হাজার ১৯৮ জন। এছাড়া বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালনের কোটা ১ লাখ ১৭ হাজার জন। সরকারি সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে সাধারণ প্যাকেজের ব্যয় গত বছরের তুলনায় ৯২ হাজার ৪৫০ টাকা কম।

 

বিমান ভাড়া কমানোর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, ‘বিমান ভাড়া ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!