নির্ভয় যাত্রায় গতি বাড়ালো মেট্রোরেল। সময়ের আগেই সরগম মতিঝিল অফিস পাড়া। আগে যেখানে দুই আড়াই ঘন্টা হাতে নিয়ে পথে পা বাড়াতেন উত্তরা-মিরপুরের বাসিন্দারা। সেই অবস্থা এখন অতীত। মাত্র ৩০ মিনিটেই উত্তরা থেকে মতিঝিল অফিস পাড়ায় পৌছাতে পারছেন যে কেউ।
মেট্রো মানুষের গতি বাড়িয়ে দিয়েছে। একারণে সময়ের আগেই অনেকে পৌছে যাচ্ছেন মতিঝিল ও পাশর্^বর্তী এলাকায়। আধুনিক যোগাযোগ ব্যবস্থা অর্থনীতি এবং মানুষের চলাচলকে স্বাচ্ছন্দময় করে তারই প্রমাণ দিল মেট্রো।
বিরোধী রাজনৈতিক দলের ৪৮ ঘন্টা অবরোধের কারণে গণপরিবহনের সংকট চলছে। সেই ভাবনা দূর করে দিয়েছে মেট্রো। একারণে মতিঝিলগামী মেট্রোয় সকাল থেকেই প্রচণ্ড ভিড় ছিল।
উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রতিটি মেট্রোরেলে প্রচণ্ড ভিড়। ১০ মিনিট পরপর ছেড়ে মেট্রোরেলেও যাত্রীর চাপ রোববারের চেয়েও বেশি।
সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রতি ১০ মিনিট পরপর গন্তব্যে ছাড়ে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা উত্তর ও উত্তরা উত্তর থেকে মতিঝিল উভয় দিকেই যথাসময়ে ছেড়ে যাচ্ছে মেট্রোরেল।
সকাল সাড়ে ৭টা থেকে মানুষের পদচারণায় মুখর ফার্মগেট মেট্রোরেল স্টেশন। এখানে স্টেশনে উভয় দিকের যাত্রীরা ওঠানামা করছেন। ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়া মেট্রোরেলে ভিড় কম থাকলেও বেশি ভিড় ছিল মতিঝিলগামী প্রতিটি মেট্রোরেলে।
মেট্রোরেলে এসে মতিঝিল স্টেশনে নামা সজীব হোসেন বলেন, পল্লবী স্টেশন থেকে উঠে দেখি অনেক মানুষ মেট্রোরেলে। আগেও যখন আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল যেত, তখন সে পর্যন্ত গিয়ে বাসে উঠতাম। সে সময় আগারগাঁও মোটামুটি ভিড় হতো। কিন্তু এখন মতিঝিল আর সচিবালয় স্টেশনেও প্রচণ্ড ভিড়। অফিসযাত্রার দীর্ঘ ভোগান্তি কমে আসায় স্বস্তি আসবে বলেও অভিমত তাদের।
বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে মতিঝি অফিসগামী যাত্রীদের যাতায়ত ছিলো নির্বিঘ্ন। সেকারণে ক্লন্তির পরবির্তে যাত্রীদের মাঝে ছিল প্রশান্তির ছাপ।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :