বাংলাদেশে শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। রোববার (১২ নভেম্বর) ঢাকায় আসেন তারা।
জানা যায়, এবারের ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করবে দলটি।
ঢাকা সফরের প্রথম দিন রোববার রাজধানীর বাড্ডায় বিশেষ স্কুল পরিদর্শন করেছেন ইইউ প্রতিনিধি দল। সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
প্রতিনিধি দল আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এ ছাড়া ইইউর প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সফর নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) ছবি পোস্ট করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউর অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :