AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:২৮ পিএম, ১৪ নভেম্বর, ২০২৩
নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল

নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধিরা। সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠককালে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান তারা।

এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখ্য সচিব শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে তাদের অবহিত করেন। চলমান আন্দোলন নিয়ে তিনি জানান, এর জন্য শ্রমিকরা দায়ী নয় এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। একটি মহল নির্বাচনের আগে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মুখ্য সচিব প্রতিনিধি দলকে জানান, মানবাধিকার, শ্রমাধিকার ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।  

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি উপস্থিত ছিলেন।

 


একুশে সংবাদ/এএইচবি/জাহা 
 

Shwapno
Link copied!