আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আবারও মিশন প্রধানদের বৈঠকে আগ্রহ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বুধবার (২২ নভেম্বর) এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি সিইসিকে চিঠি দিয়েছেন।
চিঠিতে রাষ্ট্রদূত নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের কথা উল্লেখ করেছেন। এ ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইইউ মিশন প্রধানদের সঙ্গে যৌথ বৈঠকের সুযোগ করে দিতে সিইসিকে অনুরোধ জানান তিনি।
চিঠিতে আগামী সপ্তাহের ২৭ নভেম্বর বিকেল ৩টায় বৈঠকের আগ্রহ জানান রাষ্ট্রদূত হোয়াইটলি।
এর আগে, গত ১৮ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :