নির্বাচনে যারা বাঁধা প্রদান করবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ভিসানীতি আরোপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সোমবার (২৭ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। বাংলাদেশও তাই চায়।
মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের অবদান যুক্তরাষ্ট্রও জানে। তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলমান রয়েছে। তবে এটি দীর্ঘ প্রক্রিয়া।
মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় টেনে এনে তাদের বিরক্ত করে ফেলা হচ্ছে। তাদের অযথা প্রশ্ন করে বিরক্ত করা হচ্ছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলকে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হলে কোনো দল না এলেও বিশ্বে তার গ্রহণযোগ্যতা পাবে। সরকার চায় সবাই আসুক।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :