AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়িতা ফাউন্ডেশন আইনের খড়সা অনুমোদন


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:০৫ পিএম, ২৭ নভেম্বর, ২০২৩
জয়িতা ফাউন্ডেশন আইনের খড়সা অনুমোদন

নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করতে জয়িতা ফাউন্ডেশন আইন ২০২৩ এর খড়সার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জয়িতা ফাউন্ডেশন যেটি আছে সেটি কোম্পানি আইনের আওতায় রেজিষ্ট্রিকৃত। এটিকে এখন পুরোপুরি নিজস্ব আইনের আওতায় করা হয়েছে এবং সংবিধিবদ্ধ আইনের আওতায় করা হচ্ছে। এটার নাম দেয়া হচ্ছে জয়িতা ফাউন্ডেশন আইন ২০২৩। এই আইনের খড়সা মন্ত্রিসভা আজকে নীতিগত অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, এই আইনে বলা হয়েছে সেখানে একটি পরিচালনা পরিষদ থাকবে। সেই পরিচালনা পরষদের সভাপতি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী। ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। তিনি হবেন সেটির সদস্য সচিব। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সরকার কর্তৃক নারী উদ্যোক্তাদের নিয়ে এটার বোর্ড গঠিত হবে। এটা মূলত চেষ্টা করবে নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করা। একই সঙ্গে যারা নারী উদ্যোক্তা হচ্ছেন তাদের সকল রকমের সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে এই ফাউন্ডেশন কাজ করবে।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Shwapno
Link copied!