AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার এক্সপ্রেসে’র বাণিজ্যিক যাত্রা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৭ এএম, ১ ডিসেম্বর, ২০২৩
আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার এক্সপ্রেসে’র বাণিজ্যিক যাত্রা

ঢাকা-কক্সবাজার রুটে প্রথম বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ শুক্রবার (১ ডিসেম্বর)। ট্রেনে চড়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের স্বপ্নপূরণের একেবারে দ্বারপ্রান্তে কক্সবাজারবাসী।

প্রথমদিনে প্রায় ৯শ‍‍` যাত্রী নিয়ে বেলা ১২টা ৪০ মিনিটে পর্যটন নগরীর আইকনিক রেল স্টেশন থেকে ‍‍`কক্সবাজার এক্সপ্রেস‍‍` নামে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে। আর ঢাকা থেকে কক্সবাজার যাবে আগামীকাল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত একজোড়া ট্রেন চলবে এই রুটে। যাত্রাবিরতির জন্য থামবে শুধু চট্টগ্রামে। এই ট্রেন নিয়ে এতোটাই আগ্রহ শুধু প্রথমদিনই নয়, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সব টিকেট বিক্রি হয়ে গেছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১টি বগি নিয়ে ট্রেন চালানোর কথা থাকলেও মানুষের চাহিদা বিবেচনায় এই ট্রেনে থাকবে ২৩টি বগি। এরইমধ্যে যাত্রীসেবার সব প্রস্তুতি শেষ করার কথা জানান তারা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১টি বগি নিয়ে ট্রেন চালানোর কথা থাকলেও মানুষের চাহিদা বিবেচনায় এই ট্রেনে থাকবে ২৩টি বগি। এরইমধ্যে যাত্রীসেবার সব প্রস্তুতি শেষ করার কথা জানান তারা।

কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান, বাণিজ্যিক ট্রেন চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপতাত আমাদের আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুকিং দেয়া হয়েছে। এ তারিখ পর্যন্ত ট্রেনের এসি, শোভন চেয়ারসহ সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আরেকটি ট্রেন কক্সবাজার পৌঁছাবে শনিবার (২ ডিসেম্বর) ভোর ৬টা ৪০মিনিটে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করেছে রেল বিভাগ। শুক্রবার থেকে হাজারো যাত্রীর পদভারে মুখরিত হয়ে উঠবে দৃষ্টি নন্দন এই স্টেশন।

একুশে সংবাদ/এসআর

Link copied!