AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবিতে মেট্রো স্টেশন চালু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৩ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৩
ঢাবিতে মেট্রো স্টেশন চালু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

আজ বুধবার চালু হলো মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন। সকাল ৭টা ৩৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে মতিঝিল থেকে এসে থামে মেট্রোরেলের একটি ট্রেন। এর মধ্য দিয়েই চালু হলো টিএসসি স্টেশন।

স্টেশন চালু উপলক্ষে সকাল থেকে টিএসসিতে ভিড় করে ছাত্র-ছাত্রীরা। সকাল ৭টায় গেট খুললেও টিকিট বিক্রি শুরু হয় ৭টা ৩০ মিনিটে। নতুন এ স্টেশন চালুতে খুশি ছাত্র-ছাত্রীরা। এ সময় ট্রেনে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন তারা।

ছাত্র-ছাত্রীরা জানান, এরমধ্য দিয়ে কমবে যানজটের ভোগান্তি। রাস্তায় জ্যামে যে সময়টা নষ্ট হয়ে যেত, এখন সেটা পড়াশুনার জন্য দেওয়া যাবে। আরেক ছাত্রী বলছেন, পড়াশুনার পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা টিউশনি করান। মেট্রোরেল তাদের জীবন-যাত্রা অনেক সহজ করে দেবে।

গত ৭ ডিসেম্বর রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, নতুন স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হবে না। আগের যে সময়সূচি সেই অনুযায়ী মতিঝিল ও আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল করবে।

মেট্রোরেলে এখন পর্যন্ত চলাচল করেছে ১ কোটি ৫১ লাখ যাত্রী। প্রতি দিন গড়ে যাতায়াত করেন ১ লাখ যাত্রী। তিনটি স্টেশনে যাত্রী ওঠা-নামা দিয়ে গত ৪ নভেম্বর শুরু হয় মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!