আগামী শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্যে দিয়ে দীর্ঘ নয় মাসের যুদ্ধের অবসান হয়। বাঙালি পায় তার প্রত্যাশিত স্বাধীনতা। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করে এ দেশের মানুষ। এবারও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এ উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা।
এ দিনটি উপলক্ষ্যে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলো গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১. সব যানবাহন ঢাকা বিমানবন্দর-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
২. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে চলাচল করবে।
৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।
নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :