AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২২জন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৬ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৩
আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২২জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন‌্য নির্বাচন ক‌মিশ‌নে জমা পড়া ৫৬০‌টি আপিল শুনানির ম‌ধ্যে ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে শেষ দিনে ২২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

 

শুক্রবার আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানি কার্যক্রম শেষে নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সচিব জানান, আপিল শুনানির শেষ দিনে নামঞ্জুর হয়েছে ৬২ জন প্রার্থীর আবেদন। এদিন শুনানিতে মোট প্রার্থী ছিলেন ৮৪ জন।

আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের তলবে ইসিতে সশরীরে হাজির হয়েছিলেন আমির হোসেন আমু।  বক্তব্যে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

গত রবিবার থেকে শুরু হয়ে ছয় দিন চলে শুনানি কার্যক্রম। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত ছিলেন।

ইসি জানায়, এর আগে প্রথম দিনে ৫৬ জন, দ্বিতীয় দিনে ৫১ জন, তৃতীয় দিনে ৬৪ জন, চতুর্থ দিনে ৪৮ জন, পঞ্চম দিনে ৪৪ জন এবং আজ শেষ দিনে ২২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ৭৪৭ স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ৫৬১ জন প্রার্থী আপিল করেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

 

একুশে মংবাদ/এনএস

Link copied!