দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার আবদুস সবুর গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার সকালে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর, সুন্দলপুর, গোয়ালী, বারোপাড়া এবং চারিপারায় এ গণসংযোগ করেন।
এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ গণসংযোগে অংশগ্রহণ করেন।
এসময় ইন্জিনিয়ার সবুর বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন। মা-বোনেরা এবং চাচা-চাচীরা সকলে ৭ তারিখ ভোটকেন্দ্রে যাবেন এবং আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :