AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গানে নারায়ণগঞ্জের গর্ব তিন্নী-টুসি


Ekushey Sangbad
বিনোদন প্রতিবেদক
০১:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৩
গানে নারায়ণগঞ্জের গর্ব তিন্নী-টুসি

কানিজ খাদিজা তিন্নী এবং সাবরিনা নওশীন টুসি; দুজনই সঙ্গীতশিল্পী। তিন্নী ২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র অন্যতম একজন গায়িকা। অন্যদিকে টুসি ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’র ফাইনালে উঠে আসা একজন সঙ্গীতশিল্পী।

পেশাগতভাবে গানের ভুবনে তিন্নীর পথচলা শুরু সেরাকণ্ঠ’ প্রতিযাগিতা শেষ হবার পরপরই। তবে এর আগেই গানের সঙ্গে তার সখ্য। ছোটবেলা থেকেই বাবা মায়ের অনুপ্রেরণায় তিন্নীর গান শেখা। এরইমধ্যে তিন্নী’র বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানগুলো শ্যোতাপ্রিয়তাও পেয়েছে। মৌলিক গানের জন্য তিন্নী ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এবং ‘বিসিআরএ’ অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন তিন্নী। গানের ভুবনে পথ চলার পাশাপাশি তিন্নী নারায়ণগঞ্জে একটি স্কুলে শিক্ষকতাও করছেন। আবার নিয়মিত স্টেজ শো’ও করছেন। এরইমধ্যে গেলো ২৬ ডিসেম্বর বনানী ক্লাবে একটি অনুষ্ঠানে সর্বশেষ সঙ্গীত পরিবেশন করেছেন তিনি।

এদিকে সেরাকণ্ঠ ২০২৩’ যতোজন শিল্পী ফাইলালে উঠে এসেছেন তারমধ্যে টুসির কন্ঠটা সবচেয়ে মিষ্টি এবং সুরেলা, এমন অভিমত অনেকের। প্রতিযোগিতার বিশেষ বিচারক রুনা লায়লা যেমন তার কণ্ঠ ভীষণ পছন্দ করেন, ঠিক তেমনি অতিথি বিচারক হিসেবে এসে টুসির গায়কীর ভূঁয়সী প্রশংসা করেছেন নায়ক-প্রযোজক আলমগীর।

পেশাগতভাবে গানের ভুবনে টুসির পথচলা নারায়ণগঞ্জের মধ্যেই। সেরাকণ্ঠ প্রতিযোগিতা ২০২৩-এর ফাইনাল শেষ হবার পর তিনি পেশাগতভাবে বেশ জোরালোভাবেই গানের ভুবনে নিজের যাত্রা শুরু করবেন। এরইমধ্যে টুসি শেখ জসীমের কথা ও সুরে একটি মৌলিক গান করেছেন। তবে তা প্রকাশ পায়নি এখনো।

এদিকে তিন্নীর ২০২৩ শেষ হতে যাচ্ছে আগামীকাল ঢাকার বেইলী রোডে একটি শো’তে গান গাওয়ার মধ্যদিয়ে। তবে নতুন বছরের জন্য এখনো কোনো শো কনফার্ম হয়নি তিন্নী’র। একটা সময় ছিলো যখন নারায়নগঞ্জের মধ্যেই শো করতেন বেশি তিন্নী। কিন্তু সময়ের ধারাবাহিকতায় গানের ভুবনে তার শ্রোতাপ্রিয়তা বাড়ায় ঢাকাসহ দেশের নানান অঞ্চলে স্টেজ শো করেন তিন্নী।

গানের ভুবনে পথচলা প্রসঙ্গে তিন্নী বলেন,‘ আলহামদুলিল্লাহ, আমি আমার বর্তমান অবস্থান নিয়ে ভীষণ সন্তুষ্ট। যদিও এখন নির্বাচনের মৌসুম। তারপরও গেলো নভেম্বর এবং ডিসম্বেরে যতোগুলো শো’তে পারফর্ম করেছি তাতেই শুকরিয়া। একজন নারায়নগঞ্জবাসী হিসেবে সবসময়ই আমি ভীষণ গর্ববোধ করি যে আমি নারায়ণগঞ্জের মেয়ে। সবার দোয়া চাই যেন আগামীতে আরো ভালো কিছু মৌলিক গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি। আর অব্যশই কৃতজ্ঞ আমার চ্যানেল আই সেরাকন্ঠ-প্লাটফরম’কে। আজকের তিন্নী হয়ে উঠার নেপথ্যে চ্যানলে আই পরিবারের অনেক বড় ভূমিকা রয়েছে।’

টুসি বলেন, ‘সেরাকণ্ঠর গ্র্যান্ড ফিনালে হবার পর মৌলিক গান প্রকাশ করবো, স্টেজ শোতে পারফর্ম করবো। এর আগে শ্রদ্ধেয় ইজাজ খান স্বপন স্যারের আদেশগুলো মেনে চলার চেষ্টা করছি। আমার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। আমি ধীর গতিতে এগিয়ে যেতে ভালোবাসি।’


একুশে সংবাদ/এসআর

Link copied!