AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩২০ মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দিলো নির্বাচন পর্যবেক্ষণ জোট ইওসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৫ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৩
৩২০ মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দিলো নির্বাচন পর্যবেক্ষণ জোট ইওসি

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩২টি এনজিওর সমন্বয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ জোট ইলেকশন অবজার্ভার কনসোর্টিয়াম (ইওসি) জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য ৩২০ জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দিয়েছে। এসব মাস্টার ট্রেনার পরবর্তীতে ইওসি’র ৭ হাজার পর্যবেক্ষককে প্রশিক্ষণ দেবে। 

 রবিবার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক শামীম এইচ. নাহিন।

ইওসি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে আরও অংশ নেন কো-চেয়ারম্যান আ. শ. ম. আমানুল হাসান তাইমুর, নাজনীন ইসলাম, এস এম মাহমুদুল হক ও আব্দুস ছবুর।

গত ২৫ ডিসেম্বর নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৯৬টি  বেসরকারি সংস্থার (এনজিও) মধ্যে ৩২টির সমন্বয়ে গঠিত ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের (ইওসি) আত্মপ্রকাশ ঘটে। 

ইওসি নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই তারা ইসি’র সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইওসি’র প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ে সব নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সংগঠনটি। 

ইসি’র নিবন্ধিত যে ৩২টি সংস্থা ইওসি’র অন্তর্ভূক্ত সেগুলো হলো-একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস—আরবান, ডিসএ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাক্টিভিটিজ(দিয়া), আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস), বিবি আছিয়া ফাউন্ডেশন (BAF), লুৎফর রহমান ভূঁইয়া (এলআরবি), যুব উন্নয়ন সংস্থা, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (SPBK), কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস), এসডাপ-এ্যাসোসিয়্যাশন ফর ইন্টিগ্রেটেড সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ফর আন্ডার প্রিভিলিজড পিউপল, ভলান্টারি অর্গানাইজেশন ফর স্যোসাল ডেভেলপমেন্ট (ভোসড), সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি), সমাহার – মাল্টিডিসিপ্লিনারি রিচার্স এ্যান্ড ভেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এসডিও), সোস্যাল ইক্যুয়ালিটি ফর ইনফেকটিভ অরগানাইজেশন (সীড), পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো), শীল্ড (সোসাইটি ফর হিউম্যান ইম্প্রুভমেন্ট এম্পাওয়ারমেন্ট এন্ড লাস্টিং ডেভেলপমেন্ট), এসো জাতি গড়ি (এজাগ), ফোরাম ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এফএফডিএ), প্রকাশ গণ কেন্দ্র (PGK), রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (রাউডো), সার্ভিসেস ফর ইকুইটি এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট (সীড), রুরাল এডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (বাংলাদেশ), ইকো-কনসার্ন এসোসিয়েশন (ECA), এসো বাঁচতে শিখি (এবাস), রুরাল ভিশন (আরভি), পিপলস এ্যাসোসিয়েশন ফর স্যোসাল এডভান্সমেন্ট (পাসা), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মণি সোসাইটি (বিএমএস), অগ্রগতি সেবা সংস্থা (অসেস), এআরডি (এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট) এবং রাজারহাট স্বাবলম্বী সংস্থা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!