AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:৩৪ পিএম, ১১ জানুয়ারি, ২০২৪
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন। শপথ শেষে বঙ্গভবনেই জানিয়ে দেয়া হয়েছে মন্ত্রীদের দফতর।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যে যেই দফতর পেলেন:

মন্ত্রী

১. আ, ক, ম. মোজাম্মেল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

২. ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

৩. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: শিল্প মন্ত্রণালয়

৪. আসাদুজ্জামান খান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৫. ডা. দীপু মনি: সমাজ কল্যাণ মন্ত্রণালয়

৬. মো. তাজুল ইসলাম: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৭. মুহাম্মদ ফারুক খান: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

৮. আবুল হাসান মাহমুদ আলী: অর্থ মন্ত্রণালয়

১. আনিসুল হক: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

১০. মোহাম্মদ হাছান মাহমুদ: পররাষ্ট্র মন্ত্রণালয়

১১. মো. আব্দুস শহীদ: কৃষি মন্ত্রণালয়

১২. সাধন চন্দ্র মজুমদার: খাদ্য মন্ত্রণালয়

১৩. র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

১৪. মো. আব্দুর রহমান: মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

১৫. নারায়ন চন্দ্র চন্দ: ভূমি মন্ত্রণালয়

১৬. আব্দুস সালাম: পরিকল্পনা মন্ত্রণালয়

১৭. মহিবুল হাসান চৌধুরী: শিক্ষা মন্ত্রণালয়

১৮. ফরহাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয়

১৯.  মো. ফরিদুল হক খান: ধর্ম মন্ত্রণালয়

২০. মো. জিল্লুল হাকিম: রেলপথ মন্ত্রণালয়

২১. সাবের হোসেন চৌধুরী: পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়

২১. জাহাঙ্গীর কবির নানক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়

২৩. নাজমুল হাসান: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২৪. স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

২৫. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

প্রতিমন্ত্রী

১. সিমিন হোমেন (রিমি): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

২. নসরুল হামিদ: বিদ্যুৎ বিভাগ

৩. জুনাইদ আহমেদ পলক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

৪. মোহাম্মদ আলী আরাফাত: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৫. মোঃ মহিববুর রহমান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

৬. খালিদ মাহমুদ চৌধুরী: নৌপরিবহন মন্ত্রণালয়

৭. জাহিদ ফারুক: পানিসম্পদ মন্ত্রণালয়

৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়

৯. রুমানা আলী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

১০. শফিকুর রহমান চৌধুরী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১১. আহসানুল ইসলাম (টিটু): বাণিজ্য মন্ত্রণালয়

এর আগে দুপুরে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
৩৬ জনের তালিকা সংবলিত প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি বৃহস্পতিবার তাদের বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

 

Link copied!