AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতির প্রশ্নে বিমানমন্ত্রী, লেটস সি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৭ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৪
দুর্নীতির প্রশ্নে বিমানমন্ত্রী, লেটস সি

বিমানের যাত্রী সেবা ও লাগেজ হ্যান্ডেলিং আরও উন্নত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। কিছু না দেখে সেইসঙ্গে বিমানে দুর্নীতির বিষয়ে বলা ঠিক হবে না বলেও মনে করেন মন্ত্রী।

আজ রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে বিমানের দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিমানে অনেক দুর্নীতি আছে, সেটি নিয়ে আপনার অবস্থান কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিমানে দুর্নীতি আছে সেটা তো আমি স্বীকার করি না। আমাকে আগে দেখতে হবে। প্রথমেই সেটি বলব কেন? লেটস সি।’

পর্যটনমন্ত্রী বলেন, আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেই দিকটা দেখব। 

যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরও উন্নত করা যায় এবং কীভাবে আরও নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Shwapno
Link copied!