স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় লিটন নামে এক ভ্রাম্যমান মোবাইল বিক্রেতাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল-হাজত (শ্রীঘরে) এ পাঠিয়েছে গোয়েন্দা (ডিবি) পুুলিশ।
নওগাঁর ডিবি পুলিশের ওসি হাসমত জানান, গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সতীহাটে অভিযান চালিয়ে ৪ টি অনিবন্ধিত স্মার্টফোনসহ লিটন হোসেনকে আটক করা। আটককৃত লিটন হোসেন (২৬) উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর (সতীহাট) গ্রামের তেল বিক্রেতা লুৎফর রহমানের ছেলে। ওইসময় তার কাছে থাকা মোটরসাইকেল ও তার ব্যাবহৃত স্মার্ট ফোনটি তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আটককৃত লিটন হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা রুজু হয়েছে। ডিবি এসআই আমরিন রাশাদ বাদি হয়ে আটককৃত লিটনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নং ১৯/২৪।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :