বেনাপোল এক্সপ্রেসে নিখোঁজ আবু তাহলার বাড়িতে গিয়েছিলেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম ৷
শুক্রবার (১৯ জানুয়ারি) রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামে যান তিনি। মোঃ আব্দুল হকের পুত্র আবু তালহা নীলফামারীর সৈয়দপুরস্থ বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্স ইঞ্জিনিয়ার শাখার তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র ছিলেন।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম শোকার্ত আবু তালহার পরিবারের প্রতি সমবেদনা জানান। আবু তালহার নামে কালুখালীতে একটি রাস্তার নামকরণ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, মাত্র ২০ হাজার টাকার বিনিমনে সন্ত্রসীরা রেলে আগুন দিয়েছেন। এগুলো বন্ধ করা হবে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ রেলমন্ত্রীর।
উল্লেখ্য, ঢাকায় গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আবু তালহাসহ রাজবাড়ীর তিনজন নিখোঁজ ছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :