কনসার্ট এর মাঝে আচমকা হাজির একটি অ্যাম্বুলেন্স। অনেকেই ভেবেছেন, কেউ হয়তো অসুস্থ। পরে জানা গেল যিনি অসুস্থ তিনি গ্লেন ম্যাক্সওয়েল। মদ্যপান সংক্রান্ত কারণে অ্যাডিলেইডে কনসার্ট চলার মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তারই জের ধরে এই অলরাউন্ডারকে ছুটতে হলো হাসপাতালে।
অবশ্য হাসপাতালে বেশি সময় থাকতে হয়নি ম্যাক্সওয়েলকে। প্রাথমিক কিছু চিকিৎসা শেষেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়বার পাত্র নয়। গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্তে নামছে তারা। শুক্রবারের এই ঘটনা গতকাল থেকেই গণমাধ্যমের সামনে আসতে শুরু করে।
ডেইলি টেলিগ্রাফই প্রথম এই প্রতিবেদন সামনে আনে। সেখানে জানানো হয়, ম্যাক্সওয়েল ‘সিক্স এন্ড আউট’ ব্যান্ডের কনসার্ট উপভোগ করতে অ্যাডিলেডে গিয়েছিলেন। এই ব্যান্ডেরই একজন সদস্য সাবেক অজি গ্রেট ব্রেট লি।
ঠিক কী ঘটেছিল, তা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে জানা যায়, কনসার্টের মাঝেই আচমকা একটি অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। এরপরেই গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, পুরো ঘটনায় আর কেউ জড়িত ছিলেন না।
অ্যাডিলেইডের এই সেলেব্রেটি গলফ ইভেন্টে ম্যাক্সওয়েল একাই উপস্থিত ছিলেন। অজি দলের আর কেউই সেখানে উপস্থিত ছিলেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা সম্পর্কে বোর্ড জানে। আরো তথ্য অনুসন্ধান করা হচ্ছে।
তবে ম্যাক্সিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিবিএলের পারফরম্যান্সকে মাথায় রেখে এবং আগামী দিনের তারকা তুলে আনার কারণে রাখা হয়নি ম্যাক্সওয়েলকে। টি-২০ সিরিজে তিনি ফিরতে পারেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :