নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, এখন থেকে আর ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান’ প্রকাশ করবে না নিসচা।
সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১২ সাল থেকে ২০২২ সাল নিসচা ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান’ জাতির সামনে তুলে ধরেছে। কিন্তু যখন দেখলাম আমাদের দেখাদেখি অনেকে এ পরিসংখ্যান উপস্থাপন করছেন এবং তা নানা বিতর্ক তৈরি হচ্ছে। তাই এ বছর আমরা ২০২৩ সালের পরিসংখ্যান প্রকাশ না ধরার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, ২০১২ সাল থেকে নিশচা দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছে। তখন থেকেই সরকার ও দেশবাসীকে আমরা আমাদের সীমিত ক্ষমতার কথা জানিয়ে আসছি। সারাদেশে আমাদের শাখাগুলোর দেওয়া তথ্য এবং বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালের সংবাদ ও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমরা এই তথ্য সংগ্রহ করতাম। যা যথেষ্ট নয়। আমরা সেকেন্ডারি তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে আসছি।
বিস্তারিত আসছে...
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :