স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, জি বাংলা দেখতে দেখতে মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়েছি। তখন আমি বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম মনে হয় কোনো রোগীর জন্য তদবির করবেন। কিন্তু আমাকে অভিনন্দন দিয়ে বললেন, আমাকে প্রধানমন্ত্রী এত বড় দায়িত্ব দিয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের চিকিৎসকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব থেকে বড় অস্ত্র। তাদের জন্য কাজ করতে পারলে আমি আনন্দিত হব। চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে কাজ করতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়েছি।
ডা. সামন্ত লাল সেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সমন্বয় করে সঠিক এবং ভালো পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই জনসাধারণের আস্থা ফিরে আসবে। শতভাগ হয়তো পারব না সবাই মিলে এক হয়ে কাজ করলে অবশ্যই অনেক কাজ এগিয়ে যাবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :