ঢাকায় মার্কিন নাগরিকদের নিরাপত্তা দেওয়াসহ যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে ঢাকা অবস্থিত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আশ্বাস দেন তিনি।
মার্কিন প্রতিনিধি দলে ছিলেন, দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লী ও ক্রিমিনাল ফ্রড ইনভেষ্টিগেটর ভেনিসা গোমেজ। প্রতিনিধি দল দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করে কমিশনারকে ধন্যবাদ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :