দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমানের সাথে আজ বুধবার মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে ফ্রেঞ্চ এম্বাসেডর ফর ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনস Stephane Crouzat এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Marie Masdupuy ও ফ্রান্স দূতাবাসের ইকোনমিক অ্যাডভাইজার Julien Deur এবং ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি)`র সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি, কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম, মিয়ানমারের সার্বিক পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়। কক্সবাজারের ক্যাম্পসমূহে সকল নাগরিকদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়:নিস্কাশন বিষয় এবং শরনার্থী ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাখাইনে সীমান্ত পরিস্থিতি নিয়ে ও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাঁদের নিজ দেশে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাঁদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর যাতে হাতে-কলমে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে সেলক্ষ্যে তাদেরকে কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :