মেডিকেল ভর্তি পরীক্ষায় ওএমআর শিট ছিঁড়ে ফেলার অভিযোগ তোলা শিক্ষার্থী হুমাইরা ইসলাম ছোয়াসহ তার পরিবারের সঙ্গে সচিবালয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সচিবালয়ে যান হুমাইরাসহ তার পরিবারের সদস্যরা। অভিযুক্ত ওই পরিদর্শক ডা. নাফিসা ইসলামকেও ডেকে পাঠানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী প্রায় ঘণ্টাব্যাপী সেই দিনের পুরো ঘটনা শুনে শিগগিরই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে হুমাইরার বাবা গণমাধ্যমকে বলেন, ওএমআর শিট ছিঁড়ে ফেলা বিষয়ে সেই দিনের পুরো ঘটনা আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছি। স্বাস্থ্যমন্ত্রী পুরো ঘটনা শুনে শিগগিরই সার্বিক বিষয় খতিয়ে দেখে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। তবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযুক্ত পরিদর্শক এ ঘটনায় তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন বলে জানান হুমাইরার বাবা।
তাই সিসিটিভি ফুটেজ দেখে সার্বিক তথ্যপ্রমাণাদি খতিয়ে দেখার অনুরোধ জানান হুমাইরার বাবা। তিনি আরও জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্বাস্থ্যমন্ত্রী যে ব্যবস্থা নেবেন তার প্রতি পরিবারের আস্থা রয়েছে।
শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষার দিন পাশের এক শিক্ষার্থীর কাছে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেলে সন্দেহের জেরে তার উত্তরপত্র ছিঁড়ে ফেলেন হলের দায়িত্বরত কর্মকর্তা। পরে ফেরত দিলেও উত্তর দেয়া সময় ছিল না তার হাতে।
যদিও ওএমআর ফরম ছিঁড়ে ফেলা কিংবা পরীক্ষার্থীর কাছে ইলেকট্রিক ডিভাইস পাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি অভিযুক্ত পরিদর্শক ডা. নাফিসা ইসলামের।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :