ভারতে আবারও কৃষক আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের অংশ হিসেবে দিল্লি অভিমুখে পদযাত্রার জন্য বুধবার (২১ ফেব্রুয়ারি) পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। কিন্তু সেখানে কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা ও কৃষিঋণ মওকুফসহ একাধিক দাবি নিয়ে গত সপ্তাহ থেকে ‘দিল্লি চলো’ আন্দোলন করছেন ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আসা কয়েক হাজার কৃষক। এরই মধ্যে সরকারি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের মুখে পড়তে হয় তাদের।
এছাড়াও এ আন্দোলনে সহিংসতা এড়াতে কৃষক নেতাদের পঞ্চম দফা আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সরকার। এর আগে, ৮, ১২, ১৫ ও ১৮ ফেব্রুয়ারি উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। সবশেষ চতুর্থ দফা বৈঠকও কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
আগামী ২২ ফেব্রুয়ারি আবারও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা কৃষক নেতাদের।
অন্যদিকে, চলমান কৃষক আন্দোলনের জেরে পাঞ্জাবে ইন্টারনেট সেবা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার। আর হরিয়ানায় নতুন করে ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :