দেশের বিভিন্ন সিটি করপোরেশনের কাউন্সিলরদের সম্মানীভাতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কাউন্সিলরগণ প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে কাউন্সিলরগণ প্রতিমাসে চল্লিশ হাজার টাকা হারে সম্মানী পাবেন। যা আগে ছিলো ১৫ হাজার টাকা। আর কাউন্সিলরগণ প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন।
তবে এই ভাতা কোন মাসে সর্বোচ্চ দুই হাজার চারশ টাকার বেশি হবে না। প্রতি সভায় উপস্থিতির জন্য প্রাপ্য ভাতা আগে ছিলো ৫০০ টাকা। তবে প্রজ্ঞাপনে শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তানুযায়ী সংশ্লিষ্ট করপোরেশনকে নিজস্ব তহবিল থেকে এই ভাতা দিতে হবে এবং এজন্য অতিরিক্ত কোন বরাদ্দ দাবি করা যাবে না।
এই ব্যয়ের জন্য সকল আর্থিক বিধি বিধান মেনে চলতে হবে। এক্ষেত্রে কোন আর্থিক অনিয়ম হলে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :