এক সপ্তাহ পর পুরো পরিবারসহ ইতালি যাওয়ার কথা ছিল সৈয়দ মুবারকের। দেশে শেষবারের মতো স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’। এটাই তার শেষ নৈশভোজ হবে জানা ছিলনা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রীন কোজি কটেজ নামের বহুতল ভবনে লাগা আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো একই পরিবারের ৫ জনসহ ৪৬টি নিরীহ প্রাণ।
মুবারকের ভাই গণমাধ্যমকে বলেন, তার ভাই ইতালিতে থাকতো। আর পরিবার থাকতো দেশে। এরমধ্যে মুবারকের গ্রিন কার্ড হয়ে যায়। পরিবারের বাকি সদস্যদেরও ভিসা হয়। এজন্য সবাই দেশের বাইরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সামনের সপ্তাহে তাদের যাওয়ার কথা। এরমধ্যে এই দুর্ঘটনা।
তিনি আরও জানান, মুবারক ছুটিতে দেশে এসেছিল। তাদের সবাইকে নিয়ে যাবে। এরমধ্যে আজকে তার দুই মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ ৫ জনের মরদেহ পাওয়া গেছে।
এদিকে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ হস্তান্তর। দগ্ধ ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। আগুনে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :