AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ভবনে ভেন্টিলেশন ছিল না, নিহতরা ধোঁয়ায় মারা গেছেন’


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৫৩ পিএম, ১ মার্চ, ২০২৪
‘ভবনে ভেন্টিলেশন ছিল না, নিহতরা ধোঁয়ায় মারা গেছেন’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেছেন, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে মৃত্যের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে। এই মৃত্যু কাম্য নয়। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। ভবনটিতে একটি মাত্র সিঁড়ি আছে। ধোঁয়ার কারণে মানুষ যখন অচেতন হয়ে পড়ে ছিল, সেখানে কোনো ভেন্টিলেশন ছিল না। আমরা একটি তদন্ত কমিটি করেছি, কারো গাফিলতি ছিল কি না আমরা দেখতে চাই।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের গ্রীণ কজি কটেজ ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, এই ভবনে ফায়ার সেফ্টি প্ল্যান ছিল কি না আমরা তদন্ত করে দেখতে চাই। এছাড়া ভবন নির্মাণ করতে অন্য প্রতিষ্ঠানের অনুমতি ছিল কি না তাও আমরা তদন্ত করে দেখবো।

ভবনটিতে অফিস করার অনুমতি ছিল। কিন্তু অফিস না করে এখানে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকান করা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু ফায়ার সেফ্টি প্ল্যানটা দেখি। এ বিষয়ে রাজউক বলতে পারবে। তবে বিষয়টি আমরাও তদন্ত করে দেখব।

তিনি জানান, ভবনটিকে ইতিপূর্বে ফায়ার নিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা দরকার।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগুনের সূত্রপাত হয়েছিলো নিচতলা থেকে। আমাদের প্রাথমিকভাবে ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনের নিচের অংশে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

টাইমলাইন

  1. ০১:৪৪ পিএম, ২ মার্চ, ২০২৪ মর্গের মেঝেতে পড়ে থাকা সেই ছোট্ট শিশুটির পরিচয় মিলেছে
  2. ০৫:১৬ পিএম, ১ মার্চ, ২০২৪ ‘বাবা বাঁচাও আমাদের’ ফোনের পরই ৩ বোনের মৃত্যু!
  3. ০৫:০০ পিএম, ১ মার্চ, ২০২৪ ভবনে ইমারত বিধিমালা লঙ্ঘন করা হয়েছে: মেয়র তাপস
  4. ০৩:২৯ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: ভবন কর্তৃপক্ষকে ৩ বার নোটিশ দেওয়া হয়েছিল
  5. ০২:৫৩ পিএম, ১ মার্চ, ২০২৪ ‘ভবনে ভেন্টিলেশন ছিল না, নিহতরা ধোঁয়ায় মারা গেছেন’
  6. ০২:৪১ পিএম, ১ মার্চ, ২০২৪ শনাক্ত হয়নি ৬ মরদেহ, হবে ডিএনএ পরীক্ষা
  7. ০১:৩৫ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে ২ সাংবাদিকের মৃত্যু
  8. ০১:২০ পিএম, ১ মার্চ, ২০২৪ যেভাবে বেইলি রোডে আগুনের সূত্রপাত
  9. ০১:১২ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: ৩৫ মরদেহ হস্তান্তর
  10. ০১:০৬ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু
  11. ০১:০১ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: মরদেহ সৎকারে ২৫ হাজার টাকা করে দেবে সরকার
  12. ১২:৫১ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু
  13. ১২:৪৪ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে শেষ পুরো পরিবার, যাওয়া হল না ইতালি
  14. ০৮:৩১ এএম, ১ মার্চ, ২০২৪ ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত: সিআইডি
  15. ০৮:২৪ এএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: ২০ মরদেহ হস্তান্তর
Link copied!