খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রমজানে সুগন্ধি চালের চাহিদা বাড়ে। সেই দিক বিবেচনায় আতপ চাল রপ্তানি বন্ধ করা হয়েছে। রমজানে সুগন্ধিসহ সব ধরনের চালের দামই স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নওগাঁ খাদ্যগুদামের অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সম্প্রতি বিদ্যুতের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে। তবে এর কারণে চাল উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। কৃষক তথা ধান-চাল সেক্টরে সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ বিতরণ করে থাকে। যা দিয়ে কৃষকেরা স্বল্প মূল্যে সেচ দিতে পারেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :