AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানে যুক্ত হল নতুন যন্ত্রপাতি


Ekushey Sangbad
বশির হোসেন বাবু
১২:৪৯ পিএম, ১১ মার্চ, ২০২৪
গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানে যুক্ত হল নতুন যন্ত্রপাতি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নতুন যন্ত্রপাতি যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার কুর্মিটোলায় কোম্পানির যানবাহন বিভাগে এসব যন্ত্রপাতির অন্তর্ভুক্তি (কমিশনিং) এবং নতুন যানবাহন প্রদর্শন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিমানের অপারেশনাল ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) ও নতুন যানবাহন সরঞ্জাম কেনা হয়েছে।

জাপানে তৈরি ১৮টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কার্গো বা ব্যাগেজ টো-ট্রাক্টর, দুইটি এয়ারক্রাফট পুশ-ব্যাক টো-ট্রাক্টর এবং নতুন সেডান ভিআইপি কারের কমিশনিং করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম।

অনুষ্ঠানে তিনি বলেন, “টয়োটার তৈরি ১৮টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কার্গো/ব্যাগেজ টো-ট্রাক্টর জিএসই বহরে সংযোজিত হওয়ায় গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আরও উন্নত হবে।

“একই সাথে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় সক্ষমতা বৃদ্ধির জন্য জিএসই নির্মাতা ফ্রান্সের ‘টিএলডি’র তৈরি দুইটি অত্যাধুনিক এয়ারক্রাফট পুশ-ব্যাক টো-ট্রাক্টর যুক্ত হওয়ায় ফ্লাইট অনটাইম ডিপার্চার (যথাসময়ে ফ্লাইট উড্ডয়ন) নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসই বিভাগে আগামী ছয় মাসের মধ্যে আরও শতাধিক গ্রাউন্ড সাপোর্ট যন্ত্রপাতি যুক্ত হবে।

বর্তমানে যানবাহন শাখায় বিভিন্ন ধরনের ৫৩টি সেডান কার, ৬৩টি মাইক্রোবাস, তিনটি পাজেরো জিপ, ছয়টি পিকআপ ভ্যান, দুইটি অ্যাম্বুলেন্স, চারটি মোটরসাইকেল ও একটি মিনিবাস রয়েছে। এছাড়া নতুন ৯টি টয়োটা হাইয়েস মাইক্রোবাস এবং একটি টয়োটা করল্লা আলটিস হাইব্রিড সেডান কার শিগগিরই যুক্ত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ সাএ

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!