স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৪ মার্চ) সকালে জাতীয় প্যারেড স্কয়ারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের পর বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান, প্রদর্শনী স্থানের ওপর দিয়ে উড়ে যায়। এসময় প্যারেড স্কয়ারে প্যারাট্রোপার সফলভাবে অবতরণ করে। প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভেলিয়ন পরিদর্শন করেন এবং বিভিন্ন হালকা ও ভারী সমরাস্ত্র প্রত্যক্ষ করেন।
বর্তমান আওয়ামী লীগ সরকারের গেল ১৫ বছরে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড স্টলে স্থান পেয়েছে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে এসে পৌঁছলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার তাকে স্বাগত জানান।
২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৫ দিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :