AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়কপথে দেশে ফিরলেন ভুটানের রাজা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৪:৩৪ পিএম, ২৮ মার্চ, ২০২৪
সড়কপথে দেশে ফিরলেন ভুটানের রাজা

বাংলাদেশে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে সোনাহাট স্থলবন্দর দিয়ে সড়কপথে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) পৌনে দুইটার দিকে স্থলবন্দরে বিশেষ ইমিগ্রেশনের মাধ্যমে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।

এর আগে ভুটানের রাজা দুপুর সোয়া ১২টার দিকে সফরসঙ্গীদের নিয়ে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছানো।

সেখান থেকে সড়ক পথে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছান। দুপুর দেড়টার দিকে তিনি ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

সেখানে পনেরো মিনিট অবস্থানের পর সড়ক পথে সোনাহাট স্থলবন্দরের দিকে যাত্রা শুরু করেন।

সোমবার সকালে চারদিনে রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান জিগমে খেসার। তার সঙ্গে স্ত্রী রানি জেৎসুন পেমাসহ রাজ পরিবার ও মন্ত্রীসভার সদস্যরা এবং ভুটানের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সফরসঙ্গী হন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাজাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভুটানের রাজাকে গার্ড অব অনার দেন। এ সময় গার্ড পরিদর্শন করেন তিনি।  


একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা

 

 

Link copied!