AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পয়লা বৈশাখের আগে ইলিশের দাম আকাশ ছোঁয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪০ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪
পয়লা বৈশাখের আগে ইলিশের দাম আকাশ ছোঁয়া

রাত পোহালেই সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। আর এ উৎসব ঘিরে রাজধানীসহ সারা দেশেরে বাজারে ইলিশের দাম কেজি প্রতি ৫০০ টাকা তেকে ৭০০ টাকা বেড়েছে ।    


শনিবার রাজধানীর রাজধানীর কাপ্তান বাজার, শনির আখড়া বাজার ঘুরে দেখা গেছে,   পয়লা বৈশাখ  ঘিরে রাজধানীর বাজারগুলোতে ইলিশেরদাম  বেড়েছে। মাত্র ১০দিনের ব্যবধানে ইলিশের  দাম বেড়েছে কেজি প্রতি ৫০০ টাকা ৭০০ টাকা। আর বিক্রেতারা বলছেন, এখন শুকনার মৌসুম। পানি থাকায় ইলিশ খুব কম ধরা পড়ায়  দাম বেশি।  


এ দুটি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক কেজি ও ১কেজি ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ ৩১০০ টাকা থেকে ৬৩০০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। গত ১০ দিন আগে এক কেজি ও এর ওপরের ওজনের প্রতিটি ইলিশ ২৬০০ টাকা থেকে ৫৮০০ টাকায় বিক্রি হয়েছে। আর ৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশ ২০০০ থেকে ২৭০০ টাকা। গত ১০ দিন আগে  ৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৫০০ থেকে ২১০০ টাকা। ৫০০ থেকে ৬০০  গ্রাম  ওজনের ইলিশের কেজি ৯০০ থেকে ১৩০০ টাকা। গত১০ দিন আগে এর দাম ছিল ৬৫০ টাকা ৮৫০ টাকা।

এ বিষয়ে কাপ্তান বাজার আল্লাহর দান মৎস্য বিতানের প্রোপাইটার মো. সাকি বলেন,  এখন নদীতেও কম ইলিশ ধরা পড়ছে। কাপ্তান বাজারে আজ পঞ্চাশ মন   ইলিশ মাছ আসছে, যা অন্য সময়ে আসে দেড়শ মন।  রোজার ঈদ (ঈদুল ফিতর) ও পহেলা বৈশাখের জন্য ইলিশের চাহিদা বেশি ও সরবোরাহ খুবই কম। চাহিদা বেশি থাকলে দাম একটু বেশি থাকবে।  
তিনি বলেন, পাইকারী ১১০০ গ্রাম থেকে ১৮০০ গ্রামের ওজনের ইলিশ মাছ প্রতি মণ ১ লাখ ২৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ৬০০ গ্রাম থেখে ৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৫০-৫২ হাজার টাকা।

কাপ্তান বাজারের খুচরা মাছ ব্যবসায়ী কামাল মৃধা বলেন, বরিশাল, চাঁদপুরের   মাছের স্বাদ বেশি। এখানে মাছ কিনতে রাজধানীর  বিভিন্ন এলাকা থেকে ক্রেতা আসেন। কিন্তু চাহিদার চেয়ে মাছ কম। এবাজারে ১৫ টি দোকানে ইলিশ মাছ বিক্রি হয়। আজ ৬টি দোকানে ইলিশ মাছ আছে। আজ কেজি প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি কিনে অল্প লাভে বিক্রি করেছি।  

 
কথা হয় আনোয়ারুল ইসলাম নামের এক ক্রেকার সাথে। তিনি বলেন, মেয়ে বায়না ধেরেছে। ইলিশ-পান্তা খাবেন। কি আর করার দাম অনেক বেশি। তার পরেও মেয়ের কথা চিন্তা করে ছোটে একটি ইলিশ কিনেছি।  

 আবুল হোসেন নামের একজন ক্রেতা বললেন, সব দোকানে ইলিশ মাছ নেই। কয়েকটি দোকোনে আছে। যে দাম চায় তাতে আমার মতো মধ্যভিত্তের পক্ষে মাছ কেনার সাধ্য নাই। ইলিশ মাছ ছাড়াই বাড়ি যাচ্ছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!