আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে বাড়ি যাওয়া এখন সহজ হয়ে গেছে। এবারের ঈদে মানুষ স্বচ্ছন্দ্যে বাড়ি গেছেন এবং ফিরে আসছেন। সোমবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির বলেন, রুহুল কবির রিজভীদের আক্ষাঙ্খার বাংলাদেশ আজ নেই। সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যে দুঃখকষ্টের বাংলাদেশ রেখেছিল সেই দেশ আজ আর নেই। এই দেশ আর পিছিয়ে পড়বে না।
দ্রব্যমূল্য পরিস্থিতি তিনি বলেন, সরকার রমজানের মধ্যেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাজার পরিস্থিতি ঢাকা আর ঢাকার বাইরে ভিন্ন। ঢাকার বাইরের কম দামের পণ্য ঢাকায় অনেক বেশি দামে বিক্রি হয়। ভোক্তা যাদের কাছ থেকে পণ্য কেনে তাদের ওখানে দাম বাড়ে। সুলভ মূল্যের বাজার প্রতিষ্ঠার কারণে ১৫ রোজার পরেই পণ্যদ্রব্যের দাম কমে যায়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :