রাজধানীর মহাখালীতে টিবিগেট এলাকায় লেকে পড়ে শিশু নিখোঁজ। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
রোববার (২৮ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধার দল।
জানা গেছে, লেকে পড়ে যাওয়া শিশুটির নাম রিয়া। সে রাজধানীর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতো।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ রাত ৭টা ৫০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মহাখালীতে টিবি গেটে পারটেক্সের পাশে লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে শিশুটিকে উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে শিশুটির নাম ও পরিচয় পাওয়া যায়নি
একুশে সংবাদ/স.ম.সা.আ
আপনার মতামত লিখুন :