গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৭৬০ জন।
গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, ‘এ’ ইউনিটে এবার পাসের হার ৩৩.৯৮ শতাংশ। বাকিরা ভর্তি পরীক্ষায় ৩০ এর কম পেয়েছেন। এছাড়া ৮৪টি খাতা বাতিল হয়েছে। দাবদাহের মধ্যে ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।
মঙ্গলবার ৩০ এপ্রিল বিকালে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (gstadmission.ac.bd) ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।
উপাচার্য নাছিম আখতার বলেন, সর্বোচ্চ ৭৭.২৫ নম্বর পেয়ে ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি করা রেদোয়ানুল হক মারুফ। সর্বনিম্ন নম্বর হচ্ছে মাইনাস ১৮.৭৫।
এ পরীক্ষায় ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সূচি অনুযায়ী, আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা হবে।
একুশে সংবাদ/বি.নি./ এসএডি
আপনার মতামত লিখুন :