AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি প্রতিষ্ঠানও কর না দিতে তদবির করে: এনবিআর চেয়ারম্যান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৩ পিএম, ১ মে, ২০২৪
সরকারি প্রতিষ্ঠানও কর না দিতে তদবির করে: এনবিআর চেয়ারম্যান

শুধু ব্যক্তি বা করপোরেট প্রতিষ্ঠান নয়, সরকারি অনেক প্রতিষ্ঠানও কর দিতে অনাগ্রহী বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রাজধানীর গুলশানে একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত সেমিনারে মঙ্গলবার (৩০ এপ্রিল) এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠান নয়, অনেক সরকারি প্রতিষ্ঠানও কর দিতে চায় না। কর না দেওয়ার জন্য অনবরত তদবির করে তারা।

আবু হেনা বলেন, ‘যতই মুখে মুখে বলা হোক যে আমরা সবাই কর-ভ্যাট দিতে চাই, আসলে একটা বড় অংশই কর দিতে চায় না। এটা তাদের জন্য সহজ বিষয় নয়। শুধু ব্যক্তিপর্যায়ে নয়; করপোরেট প্রতিষ্ঠান থেকে, এমনকি সরকারি প্রতিষ্ঠান থেকেও অনবরত তদবির আসে কর ছাড় দেওয়া বা কর না দেওয়ার বিষয়ে।’

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।


একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!