উপজেলা নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান।
বুধবার (১৫ মে) বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
আহসান হাবিব খান বলেন, উপজেলা নির্বাচনের প্রথম দফায় ভোটার উপস্থিতির হার কম ছিল। এই সময় কৃষকদের ধান কাটার মৌসুম হওয়ায় এমনটা হয়েছে। এছাড়া দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল নিবাচনে অংশ নেয়নি। এটিও ভোটার কম হওয়ার একটি কারণ।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলায় একটি কোর কমিটি রয়েছে। কী পরিমাণ জনবল লাগবে তা নির্ধারণ করবে এই কমিটি। পরে কমিশন তাদের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করবে। ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রার্থীদের প্রতি এ সময় আহ্বানও জানান তিনি।
একুশে সংবাদ/য.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :