AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল বিমান মন্ত্রণালয়


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:২৮ পিএম, ১৬ মে, ২০২৪
প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল বিমান মন্ত্রণালয়

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দেয়া প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ মে) এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রতারক চক্র এ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী হিসেবে পরিচয় দিচ্ছে। এর মাধ্যমে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন মর্মে জানা যাচ্ছে।

এতে আরও বলা হয়, এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবী, ফোন নাম্বার ও ইমেইল এড্রেস প্রদর্শিত আছে। প্রদর্শিত নাম্বার ছাড়া  অন্য কোন নাম্বার থেকে ফোন করে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী পরিচয় দিলে, ধরে নিতে হবে এটি প্রতারণার জন্য করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরণের প্রতারক চক্রের ফাঁদে পরে আর্থিক লেনদেন হতে বিরত থাকতে সর্বসাধারণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!