AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল বিমান মন্ত্রণালয়


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:২৮ পিএম, ১৬ মে, ২০২৪
প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল বিমান মন্ত্রণালয়

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দেয়া প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ মে) এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রতারক চক্র এ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী হিসেবে পরিচয় দিচ্ছে। এর মাধ্যমে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন মর্মে জানা যাচ্ছে।

এতে আরও বলা হয়, এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবী, ফোন নাম্বার ও ইমেইল এড্রেস প্রদর্শিত আছে। প্রদর্শিত নাম্বার ছাড়া  অন্য কোন নাম্বার থেকে ফোন করে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী পরিচয় দিলে, ধরে নিতে হবে এটি প্রতারণার জন্য করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরণের প্রতারক চক্রের ফাঁদে পরে আর্থিক লেনদেন হতে বিরত থাকতে সর্বসাধারণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!