এলসেভিয়ার নেদারল্যান্ড দ্বারা পরিচালিত স্কোপাস জার্নাল ইনডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জার্নাল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
স্কোপাস ইনডেক্সে অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাংকিং, চিকিৎসাসেবা, উচ্চতর মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য মাইলফলক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ২১ মে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৯ মে বিএসএমএমইউ জার্নাল স্কোপাস ইনডেক্সের স্বীকৃতি লাভ করেছে। স্কোপাস বিশ্বব্যাপী একটি মানসম্মত জার্নাল ইনডেক্সিং কর্তৃপক্ষ, যা এলসেভিয়ার নেদারল্যান্ড দ্বারা পরিচালিত। আন্তর্জাতিক স্কোপাস স্বতন্ত্র রিভিউ কমিটি ১৪টি মানদন্ডের ওপর ভিত্তি করে বিএসএমএমইউ জার্নাল পর্যালোচনা করেছে এবং অনুমোদন দিয়েছে। এই মানদন্ডগুলোর মধ্যে অন্যতম হলো প্রকাশিত পেপারের মান, পেপারের বৈচিত্র্যতা, সম্পাদকীয় বোর্ড মেম্বারদের আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈচিত্র্যতা, নিরপেক্ষ ও দায়িত্বশীল রিভিউ প্রক্রিয়া এবং প্রকাশিত ম্যানুস্ক্রিপ্টের সাইটেশন ইত্যাদি।
বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে নিরলস পরিশ্রম করায় জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য ও জার্নাল অফিসের কর্মকর্তা, কর্মচারীদের অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জার্নালের মুখ্য সম্পাদক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। তিনি বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে সুনাম ও মর্যাদার সাথে সুপ্রতিষ্ঠিত করতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদন্ডে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ইতোমধ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও বিএসএমএমইউ জার্নালের অতিরিক্ত মুখ্য সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিএসএমএমইউ জার্নালে দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা কর্ম নিয়মিত প্রকাশিত হচ্ছে। বিভিন্ন রোগ নিয়ে গবেষণা হচ্ছে, রোগ প্রতিরোধের উপায়, ওষুধ, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, নিত্যনতুন পদ্ধতি নিয়ে গবেষণা হচ্ছে। এর ফলে মানুষের রোগমুক্তি লাভ ও স্বাস্থ্যকর জীবন-যাপন তরান্বিত হচ্ছে।
আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তিতে জার্নালের সম্পাদনা বোর্ডের সদস্যরা উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ডিন ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক বিএসএমএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক এম মোস্তফা জামান প্রমুখ।
একুশে সংবাদ/চ্যা.২৪/এসএডি
আপনার মতামত লিখুন :