ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকাসহ সারা দেশে সোমবার (২৭ মে) ভোর থেকে মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত একটানা বৃষ্টি ঝরে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে ঘূর্ণিঝড় দুর্বল হওয়ার পর আকাশে রোদের দেখা মেলে। বাড়তে থাকে গরম।
আবহাওয়া অফিসও জানিয়েছে সপ্তাহজুড়ে কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা বাড়বে।
মঙ্গলবার আবহাওয়া অফিসের তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে- প্রথম দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুভ থাকতে পারে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
তৃতীয় দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :