AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০২:১৭ পিএম, ১ জুন, ২০২৪
বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ৬৮৭ যাত্রী নিয়ে  মোংলার উদ্দেশে যাত্রা শুরু করে কমিউটার ট্রেনটি।

এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। মাত্র ৮৫ টাকা ভাড়ায় বেনাপোল যাওয়া যাবে মোংলা থেকে। মঙ্গলবার বাদে সপ্তাহে ছয় দিন চলবে মোংলা কমিউটার ট্রেন। সপ্তাহের বাকি ৬ দিন মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১ টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘আজ সকাল ১০টায় কমিউটার ট্রেনটি ৬৮৭ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটি নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যাবে। পরবর্তীতে এ রুটে ট্রেন বাড়ানোর পরিকল্পনার কথা রয়েছে।’

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, এখনও খুলনা-মোংলা রুটের জন্য জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। আপাতত রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়।

 

একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা

 

Link copied!