আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, পণ্যের বাজার চাহিদা স্বাভাবিক রাখতে আগামী ২০২৪-২৫ অর্থবছরেই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সরকার বাফার স্টক (পণ্য মজুতের একরকম কৌশল) তৈরির পরিকল্পনা করছে।
রোববার (২ জুন) রাজধানীর মিরপুরে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই টিসিবির চলতি মাসের পণ্য কার্ডধারীদের হাতে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে। আগামীতে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে।
আগামী অর্থবছরের শুরু থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু করার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, টিসিবির প্রতিমাসের পণ্য বিক্রি কার্যক্রম বাজার চাহিদার চাপ কমাতে ভূমিকা রাখছে।
এছাড়া, পণ্যের বাজার চাহিদা স্বাভাবিক রাখতে আগামী অর্থবছরেই টিসিবির জন্য সরকার বাফার স্টক তৈরির পরিকল্পনা করছে বলেও জানান আহসানুল ইসলাম টিটু। তিনি আরও বলেন, এবার ধানের উৎপাদন ভালো হয়েছে। কাজেই চালের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, বাজারে পণ্যমূল্য যখন কম থাকে, তখন সরকার নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে মজুত করে রাখার মানেই বাফার স্টক। সরবরাহ কমে গেলে বাজারে যখন দাম বাড়তে শুরু করে, তখন ওই মজুত করা পণ্য বাজারে বিক্রি করে দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল প্রমুখ।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :