রাজধানীতে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পানির মান নিয়ে নগরবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। সেই মান ঠিক না করেই আবার পানির দাম ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াসা, যা কার্যকর হবে পয়লা জুলাই থেকে। এ প্রসঙ্গে ভোক্তাদের সংগঠন কনসিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, ওয়াসা পানির মান নিয়ে নয় দাম নিয়ে ভাবে।
গোলাম রহমান বলেন, ‘ওয়াসা পানির মান নিয়ে ভাবে বলে আমার মনে হয় না। তবে দাম নিয়ে ভাবে। এ কারণেই বছর বছর পানির দাম বাড়ায়। সবকিছু মিলিয়ে সেবার সঙ্গে মূল্যের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।’
রাজধানীর রামপুরা বাসিন্দারা এলাকার বিভিন্ন বুথ থেকে খাবার পানি কিনতে বাধ্য হন। কারণ বাসা-বাড়িতে সরবরাহ করা ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত, পানের অযোগ্য। এমন অভিযোগ রাজধানীর অনেক এলাকায়। পানির মানের এমন বেহাল দশা হলেও তা ঠিক করার উদ্যোগ নেয়নি ওয়াসা। উল্টো পানির দাম ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ গ্রাহকেরা। পরিচালনা পর্ষদকে না জানিয়েই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও ওয়াসার দাবি, পানির দাম ১০ শতাংশ বাড়ানোও কম হয়েছে।
রাজধানীবাসী বলছে, যে পানি থেকে গোসল করার সময় দুর্গন্ধ আসে, সে পানি পান করা যায় না। আবার সেই দুর্গন্ধযুক্ত পানির দাম বাড়ছে। এটা সঠিক নয়।
আবাসিক গ্রাহকদের জন্য ১ হাজার লিটার পানির দাম ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে ওয়াসা, যা বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে ৪২ টাকা। পানির দাম বৃদ্ধি অযৌক্তিক বলছে ক্যাব।
ওয়াসা বোর্ড সদস্য দীপ আজাদ বলেন, নিয়ম অনুযায়ী পানির দাম বাড়াতে হলে পরিচালনা পর্ষদের অনুমতি লাগে। কিন্তু এবার সেই নিয়মের তোয়াক্কা করেনি ওয়াসা।
সবশেষ ২০২১ সালে পানির দাম পাঁচ শতাংশ বাড়ায় ওয়াসা। ২০২২ সালে দাম বৃদ্ধির ঘোষণা স্থগিত করেন হাইকোর্ট। তবে এবার ১০ শতাংশ দাম বৃদ্ধিও কম হয়েছে দাবি ওয়াসার।
ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও অ্যান্ড এম) প্রকৌশলী এ.কে.এম সহিদ উদ্দিন জানান, ২০২১ সালে পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর পর ২০২২ সালে আবার পাঁচ শতাংশ, ২০২৩ সালেও পাঁচ শতাংশ এবং ২০২৪ সালে পাঁচ শতাংশ মোট ১৫ শতাংশ দাম বৃদ্ধির কথা ছিল। সেখানে ১০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। যা আসলেই কম।
ঢাকায় এ নিয়ে ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়াল ওয়াসা।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :