AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবির পরীক্ষার প্রশ্নে বেনজীর ও আনার ইস্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৮ পিএম, ৪ জুন, ২০২৪
ঢাবির পরীক্ষার প্রশ্নে বেনজীর ও আনার ইস্যু

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতি ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মৃত্যু নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার এই দুইজনের স্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নেও। সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষার প্রশ্নে দেশের সমসাময়িক এসব ইস্যু উঠে আসে। ‘থিওরিস অব সোশ্যাল চেঞ্জ : ফ্রম মর্ডানিটি টু পোস্টমর্ডানিটি’ শিরোনামের কোর্সটি পড়ান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

সোমবার (৩ জুন) অনুষ্ঠিত মাস্টার্স পর্যায়ের মিড টার্ম পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে দেখা যায়, প্রথম প্রশ্নে এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে লিখতে বলা হয়েছে।

সেখানে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রচারিত ‘হানি ট্র্যাপে বাংলাদেশি এমপিঃ ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা’ শীর্ষক প্রতিবেদনকে বিশ্লেষণ করতে বলা হয়। দ্বিতীয় আরেকটি প্রশ্নে বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত ‘বেনজীরের দুর্নীতি: সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কি?’ সংবাদকে বিভিন্ন তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়।

প্রশ্ন নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, প্রশ্নগুলো কোর্সের সাথে সঙ্গতিপূর্ণ হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের এমন অভিনব পরীক্ষা পদ্ধতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইনুল হাসান ফেসবুকে প্রশ্নের ছবি পোস্ট করে লেখেন, এমন প্রশ্ন করার জন্য সাহস দরকার, যা ঢাবির আছে।

এমন প্রশ্ন করার বিষয়ে গণমাধ্যমকে অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ জানান, যে কোর্স পড়ানো হয়েছে তার সঙ্গে সম্পর্ক রেখে দেশের সাম্প্রতিক বিষয় মিলিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কোর্স মডিউল শিক্ষার্থীরা মুখস্থ করে এসে পরীক্ষায় লিখবে এই গতানুগতিক ধারার বাইরে এসে প্রশ্নটি করার চেষ্টা করেছেন বলে জানান এই অধ্যাপক।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!