AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নশ্চিতি করতে হবে: প্রধান তথ্য কমিশনার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৬ পিএম, ১২ জুন, ২০২৪
জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নশ্চিতি করতে হবে: প্রধান তথ্য কমিশনার

তথ্য কমিশন বাংলাদেশের উদ্যোগে ও জেলা প্রশাসন, মানিকগঞ্জের আয়োজনে মানিকগঞ্জ জেলায় আজ বুধবার সকাল ৯ টায় “তথ্য অধিকার আইন, ২০০৯” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও দুপুর ২ টায় জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  

প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে। তিনি বলেন, তথ্যের মালিক জনগণ তাই  “চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন”- এটাই মন্ত্র। আর এই কারণে যে অফিসগুলোতে ওয়েবসাইট রয়েছে তারে হালনাগাদ করে তথ্য রাখতে হবে যাতে প্রদানযোগ্য তথ্য দেয়া থাকে।  

ডক্টর আবদুল মালেক আরো বলেন, তথ্য প্রদানকারী অফিসার এবং স্ব-স্ব কর্তৃপক্ষ তথ্যের মালিক নন, তথ্য প্রস্তুতসহ রক্ষণ ও হেফাজতকারী মাত্র। এই মানসিকতা নিয়ে তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, তথ্য অধিকার আইন বাস্তবায়নে পর্যবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার জনগণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ই.ফ.প্র/জাহা

Link copied!