AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজালালে দেড় কেজি সোনাসহ যাত্রী আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৯ পিএম, ১৩ জুন, ২০২৪
শাহজালালে দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে ঢাকায় আসা এক যাত্রীর নিকট থেকে ১ কেজি ৬২৭ গ্রাম (স্বর্ণবার ও স্বর্ণালংকার)সহ যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৩৬ হাজার ৯ শ ছিয়াশি টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সহকারী পরিচালক ফারহানা বেগম এসব তথ্য জানান। এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরের গ্রীন চ্যানেল এলাকা থেকে এসব সোনা আটক করা হয়।

আটক যাত্রী শাহীন শেখের পাসপোর্ট নং- A06067847। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, বুধবার সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের সময় শারজাহ থেকে শারজাহ এভিয়েশন সার্ভিসেসের (বিএস- ৩৪৬) নম্বরের একটি ফ্লাইট ঢাকায় এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন শাহীন শেখ।

তিনি আরও জানান, সে বিমানবন্দরে নেমে তড়িগড়ি করে গ্রীন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট বি শিফটে কর্মরত সদস্যদের সন্দেহজনক মনে হয়। এরপর তাকে আর্চওয়ে করা হয়। পরবর্তীতে আর্চওয়েকালে যাত্রীর দেহে স্বর্ণবারের উপস্থিতি সন্দেহ হয়। অতঃপর যাত্রীকে জিজ্ঞাসা করা হলে তার রেকটামে ৫টি স্বর্ণবার আছে বলে স্বীকার করে। তৎক্ষণাৎ যাত্রীকে আটক করে ডিজিএফআই, এনএসআই, এভসেক ও এপিবিএন’র উপস্থিতিতে যাত্রীকে টয়লেটে নিয়ে তার রেকটাম থেকে ৫টি ডিম্বাকৃতির পেস্টগোল্ড অবমুক্ত করা হয়।

প্রত্যেকটা পেস্টগোল্ডের ওজন ২৮২.৬ গ্রাম করে ৫টির মোট ওজন ১৪১৩ গ্রাম এবং তার হ্যান্ডব্যাগ থেকে ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্ককার ও ১১৬ গ্রাম ওজনের একটি স্বর্ণবারসহ মোট স্বর্ণের ওজন ১৬২৭ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ ছত্রিশ হাজার নয়শত ছিয়াশি টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, আটককৃত সোনা কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে। রাতে স্বর্ণবারসহ যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে বলে জানান ফারহানা বেগম।

 

একুশে সংবাদ/এক.টি/সা.আ

Link copied!