ভ্যাট, ট্যাক্স ও লাইসেন্সের কাগজ দোকানে ঝুলিয়ে রাখার নিয়ম বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
দোকান সমিতির নেতারা বলেন, বর্তমান কর কাঠামোতে ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীরা সংকটের মধ্যে পড়ছে। এছাড়া ব্যাংক ঋণের লাগামহীন সুদের ফলে বিপাকে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদোক্তারা। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ১২ শতাংশের মধ্যে রাখার দাবিও জানান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর থেকে সুপারভিশন চার্জ বাবদ বিপুল পরিমাণ টাকা কেটে নেয়া হয়েছে। পরবর্তীতে সুপার ভিশন চার্জ বাতিল করা হলেও সেই টাকা ফেরত দেয়া হয়নি।
একুশে সংবাদ/য.টি/সা.আ
আপনার মতামত লিখুন :