AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে লাখো মানুষ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৬ পিএম, ১৪ জুন, ২০২৪
নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে লাখো মানুষ

ঈদের বাকি আর মাত্র দুই দিন। এরইমধ্যে রাজধানী থেকে বাড়ি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। তাদের ইচ্ছা ঈদের সময়টুকু পরিবার প্রিয়জনের সাথে কাটাবে। তাই মহাসড়কের তীব্র যানজট উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফিরছে তারা। ঈদ আসলেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট যেন নিত্যসঙ্গী। বরাবরের মতো এবারও মহাসড়কে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের ওপরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা যায় এ চিত্র।

বগুড়াগামী হাসান নামে এক যাত্রী বলেন, ‘বৃহস্পতিবার রাতে গাবতলী বাসস্ট্যান্ডে বাস কাউন্টারে গেছিলাম, টিকিট কাটতে গিয়ে দেখি টিকিট নেই। পরে দেখি একটি ট্রাকে যাত্রী তোলা হচ্ছে। চালকের সঙ্গে কথা বললে উনি যেতে সম্মত হলেন। পরে বগুড়ার জন্য ৬০০ টাকা ভাড়া মিটিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য রওনা হলাম। জীবনের ঝুঁকি হলেও কী হবে, ঈদ তো পরিবারের সঙ্গে করতে মন চায়। তাই বাড়ি যাচ্ছি।’

রহমত মিয়া নামে রংপুরগামী একজন বলেন, ‘টিকিট না পেয়ে পরিবারের সবাইকে নিয়ে জীবনের ঝুঁকি জেনেও ট্রাকে উঠে পরলাম। কি করার পরিবারের সবার ইচ্ছে গ্রামের বাড়ি গিয়ে ঈদ উদযাপন করবে। তাই বউ আর সন্তানদের নিয়ে ট্রাকেই উঠে গেলাম।’

সুরাইয়া আক্তার নামে একজন বলেন, ‘আমার বাড়ি সিরাজগঞ্জের তারাশে। আমি গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করি, সকালে চন্দ্রা থেকে ট্রাকে উঠেছি। এখনও এলেঙ্গা পার হতে পারিনি। জানিনা কখন বাড়ি ফিরবো। ভোর সকাল থেকে যানজট লেগে আছে।’

জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়ার বিষয়ে লুমন নামে একজন বলেন, ‘এখন ট্রাকই একমাত্র ভরসা। বাসের টিকিট না পেলে কি করমু বলেন। ঢাকায় আসা গরুবোঝাই ট্রাকগুলো যাত্রী নিয়ে যাইতেছে। তাই আমরাও সেগুলোতে উঠে বাড়ি যাইতেছি। ঝুঁকি থাকলেও কিছু করার নেই। তবুও আমরা যেভাবে হোক বাড়ি যামু।’

এ দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার (১৪ জুন) ভো‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার পুংলী এলাকায় মালবাহী এক‌টি ট্রাক উল্টে যায়। এতে মহাসড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়। ফ‌লে মহাসড়‌কের পুংলী হ‌তে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে মালামালসহ ট্রাক‌টি স‌রি‌য়ে নেওয়া হলে সা‌র্ভিস লেন দি‌য়ে প‌রিবহন চলাচল শুরু হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ‘ভো‌রে এক‌টি মালবাহী ট্রাক সড়‌কে উল্টে প‌ড়ে। এতে ট্রা‌কে থাকা মালের বস্তাগু‌লো সড়‌কে ছড়িয়ে ছি‌টি‌য়ে প‌ড়ে যায়। ফ‌লে কিছু সময় প‌রিবহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লে‌নে। ত‌বে সা‌ভির্স লেন চালু ছিল। ‌ক্ষতিগ্রস্ত ট্রাক‌টি স‌রি‌য়ে নেওয়ার পর দ্রুত গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে‌।’

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!